News:

সম্পদ


অবকাঠামো: বর্তমানে নয়ন জুড়ানো সবুজ ধান ক্ষেতের পশ্চিম পাশে গাছগাছালির স্নিগ্ধ ছায়ায় ঘেরা পাখির কলতানে মূখরিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমুখরিত নিরিবিলি পরিবেশে বিদ্যালয়টি সর্বমোট ৮৮ শতাংশ জায়গার উপর একটি একতলা পাকা ভবন, একটি দুইতলা পাকা ভবন এবং একটি আধা পাকা ভবনের সমন্বেয়ে শির উন্নত করে দাঁড়িয়ে আছে। বিদ্যালয় মাঠের উত্তর পাশে দক্ষিণ মুখী ০১ নং ভবনে প্রধান শিক্ষককের কার্যালয় এবং শিক্ষক মিলনায়তন অবস্থিত। ০১ নং ভবনটির পশ্চিমের রোমটি পাঠদানের জন্য ব্যবহৃত হয়। পরের আধা পাকা ০২ নং ভবন এবং মাঠের পশ্চিম পাশে পূর্বমূখী দোতলা ০৩ নং ভবনটিও পাঠদানের জন্য ব্যবহৃত হয়।

লাইব্রেরি: ০১ নং ভবনের শিক্ষক মিলনায়তন এর পরের রোমটিতে স্থাপন করা হয়েছে লাইব্রেরী। শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এখানে নিয়মিত বই, পত্র-পত্রিকা পড়ার সুযোগ পায়। বর্তামানে লাইব্রেরীতে ধর্মীয় বই রয়েছে ৪২টি, অভিধান বই (বাংলা ও ইংরেজি) রয়েছে ২৬টি, বাংলা ব্যাকরণ বই রয়েছে ৩২টি, ইংরেজি ব্যাকরণ বই ২৯টি, রাজনৈতিক, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই ২৭০টি, কাব্যগ্রন্থ ১৫২টি, গল্পগ্রন্থ ২৮৭টি, নাটক ১২৩টি, উপন্যাস ২৬৫টি, শ্রেষ্ঠ রচনা সমগ্র রয়েছে ২৬টি সহ মোট ১২৪৩টি বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে লাইব্রেরিতে। এছাড়াও লাইব্রেরিতে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও শেখ রাসেল কর্নার। এখান থেকে শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে তাঁর মহান অবদান ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞানাগার: শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানে আগ্রহী ও মেধাবী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি বিজ্ঞানাগার। বিজ্ঞানাগারটি ০১ নং ভবনে লাইরেরি এর পরের রোমটিতে স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। এখানে ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত ব্যবহারিক ক্লাস ও বিজ্ঞান চর্চা করে থাকে।

কম্পিউটার ল্যাব: আধুনিক যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বিদ্যায়টিতে আছে ‘শেখ রাসেল আইসিটি ডিজিটাল ল্যাব’। ল্যাবটি সার্বক্ষণিক পরিচালনার জন্য রয়েছে একজন সুদক্ষ ল্যাব সহকারী। উক্ত ল্যাব সহকারী এবং সুযোগ্য শিক্ষকদের দ্বারা এখানে মাল্টিমিডিয়া ক্লাস পরিচলিত হয়। এছাড়াও কয়েকজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ে জ্ঞানলাভ করে থাকে। ল্যাবটি ০৩ নং ভবনের নিচ তলায় উত্তর পাশে অবস্থিত। এখানে রয়েছে ল্যাপটপ ১১টি, স্কানার ০১টি, ০২টি প্রিন্টার, এলইডি মনিটর ০১টি, থ্রিজি রাউটার ০১টি, সুইচ নেটওয়ার্ক ০১টি, কম্পিউটার টেবিল ১০টি, চেয়ার ৩০টি, ইন্সট্রাক্টর টেবিল ০১টি, ইন্সট্রাক্টর চেয়ার ০১টি, প্রজেক্টর ০১টি। এছাড়াও রয়েছে আরও প্রয়োজনীয় অনেক ডিজিটাল উপকরণ।

খেলার মাঠ: বিদ্যালয়টির দক্ষিণ পার্শ্বে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ। মাঠটি তুলনামূলক একটু ছোট হলেও এখানে শিক্ষার্থীরা স্বল্প পরিসরে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও অন্যান্য খেলার সুযোগ পেয়ে থাকে। ইতোমধ্যেই মাঠটি বড় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করে প্রফুল্লতার সাথে পড়ালেখায় মনোনিবেশ করতে পারে।

ক্যান্টিন: বিদ্যালয়টির ০৩ নং ভবনের দক্ষিণ পার্শ্বে ক্যান্টিন স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে শিক্ষর্থীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবশেনের লক্ষ্যে গড়ে তোলা হবে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যান্টিন। এখানে শিক্ষার্থীরা খাবারের পাশাপাশি প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে। শিক্ষক-কর্মচারীর জন্য থাকবে আলাদা কর্নার।