News:

প্রকাশনা


ম্যাগাজিন

স্বশিক্ষিত ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষা ও সাহিত্যের নান্দনিক অনুশীলন প্রয়োজন। লেখা পড়ার পাশাপাশি দেহ ও মনের আত্মিক বিকাশের জন্য সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিশেষ ভূমিকা পালন করে। পাকুটিয়া পাবলিক মডেল হাই স্কুল ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষ্যে ‘উত্তরণ-২০২৩’ এর প্রকাশ তারই স্বারক।

সাহিত্য যেমন সমাজের দর্পন তেমনি ম্যাগাজিন একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকান্ডের প্রতিচ্ছবি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লেখাধুলা সবকিছুর সার্বিক প্রকাশ ম্যাগাজিনে থাকলেও মূলত সাহিত্য ভাবনাই এতে বিশেষভাবে প্রাধান্য লাভ করে। জগত ও জীবন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা তারই প্রতিচ্ছবি ম্যাগাজিন ‘উত্তরণ-২০২৩’। পাঠক সমাজ এতে বুদ্ধিদীপ্ত লেখনীর চমকপ্রদ প্রকাশ হয়তো অন্য কোথাও খুঁজে পাবেন না, তবে ভবিষ্যতে ক্ষুদে লেখকের মধ্য থেকেই হয়তো কেউ স্বমহিমায় উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবে সাহিত্যাকাশে।

যাদের সৃষ্টিশীলতায় ‘উত্তরণ-২০২৩’ প্রকাশ করা সম্ভব হয়েছে তাদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন।