ক্লাব
কম্পিউটার ক্লাব
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অধিকতর দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয় কম্পিউটার ক্লাব। নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বিশেষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হয়। কম্পিউটার ক্লাশের পাশাপাশি পূর্ব নির্ধারিত সময় অফ-পিরিয়ডের সময় এই ক্লাবের সদস্যরা সি-প্রোগ্রামিং, কম্পিউটার হার্ডওয়ার ও ইন্টারনেটের উপর কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। কম্পিউটার বিভাগের শিক্ষক কম্পিউটার ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞান ক্লাব
বিজ্ঞান শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের মাঝে অধিকতর আগ্রহ সৃষ্টি করা, বিজ্ঞানভীতি দূর করা, নিত্যনতুন বিজ্ঞানমূলক সৃজনশীলতা ও শিল্পকর্ম তৈরীতে উৎসাহ প্রদান এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করার লক্ষ্যে গঠন করা হয় বিজ্ঞান ক্লাব। আমাদের তরুণ ছেলে মেয়েরা বিজ্ঞান বিষয়ক সৃজনশীল কাজে দেশে ও বিদেশে বিশেষভাবে অবদান রাখছে।
ডিবেট ক্লাব
পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার জন্য অত্র কলেজে গঠন করা হয়েছে ডিবেট ক্লাব। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে দক্ষ, বাগ্মী নেতৃত্ব দানে সক্ষম ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে এই ডিবেট ক্লাবের মূল উদ্দেশ্য।
কুইজ ক্লাব
ছাত্রজীবন শেষে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন, কর্মজীবনে প্রয়োগ ও বাস্তবায়ন এবং পাঠ্যবইয়ের নির্ধারিত সিলেবাসের পাশাপাশি সাধারণ জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ক্লাশের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠন করা হয়েছে কুইজ ক্লাব। এই ক্লাবের রয়েছে বিভিন্ন উল্লেখযোগ্য অর্জন।